খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ও হুমকিতে নেতৃবৃন্দের উদ্বেগ

গেজেট ডেস্ক

কারাবন্দি ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ শামীম আহসান’র ব্যবসা প্রতিষ্ঠানে জোরপুর্বক তালা দেয়া ও সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগকে গুলি করার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান শান্তিপুর্ণ গনতান্ত্রিক আন্দোলন চলাকালে কিছু সংখ্যাক পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে যারপর নাই বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। হয়রানির ধারাবাহিকতায় ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কারাবন্দি সৈয়দ শামীম আহসানের স্ত্রী স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান দোকান খুলে বসলে সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি জোরপুর্বক দোকানে তালা লাগিয়ে দেয়। দোকান খুললে বিএনপি নেতার স্ত্রীকেও কারাগারে পাঠানোর হুমকিসহ থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগকে ধরতে পারলে হাটুর নিচে গুলি করার হুমকি দিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, পুলিশের এসআই সুকান্ত এর এ ধরণের কর্মকান্ড মোটেই সমর্থনযোগ্য নয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের নিরাপত্তা না দিয়ে এসআই সুকান্ত  ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রুটিরুজির ওপর আঘাত করেছেন। অবিলম্বে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ হুমকিদাতা ওই পুলিশের এসআইর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!