খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৭৪৩

বর্ধিত সভায় যোগ দিয়েছেন তারেক রহমান, ভাষণ দেবেন খালেদা জিয়া

গেজেট ডেস্ক

বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ সভা শুরু হয়। সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সভাপতির আসন গ্রহণ করেছেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির এ বর্ধিত সভার কার্যক্রম শুরু হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির এ বর্ধিত সভায় দুটো সেশন থাকবে। প্রথম সেশনে তারেক রহমান ও মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার পাশাপাশি একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। এতে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতির জন্য ত্যাগ, জুলাই অভ্যুত্থানের চিত্র তুলে ধরাসহ বিএনপির গণতান্তিক আন্দোলনের চিত্র দেখানো হবে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের চলমান রাজনীতি ও নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের ভাবনা নিয়ে বর্ধিত সভায় আলোচনা হবে। তাদের কথা শুনতে হবে। এরপর দলীয় সিদ্ধান্ত নিতে হবে।

সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতাদেরও সভায় উপস্থিত থাকার জন্য দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়েনের মিলনায়তনে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!