খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

বিএনপির নতুন কর্মসূচি আসছে আজ

গেজেট ডেস্ক

বিএনপির নতুন কর্মসূচি আসছে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি)। এ নিয়ে এরই মধ্যে হয়েছে বৈঠক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল শুক্রবার এতথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলোও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে।’

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান নতুন কর্মসূচির বিষয়ে বার্তা দেন। তিনি বলেন, ‘শনিবার জেলা পর্যায়ে পদযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সরকারের অবসান চাই, সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

‘সরকার নড়বড়ে হয়ে গেছে, যেকোনো সময় পড়ে যেতে পারে’ মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, ‘সরকারের দুর্নীতি লুটপাট অর্থ পাচারে জনগণ অতিষ্ঠ।’

নজরুল ইসলাম বলেন, ‘একযোগেই যুগপৎ আন্দোলনে দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয়। তবে, পরবর্তী পরিস্থিতি সরকারের আচরণের ওপর নির্ভর করবে।’

১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট এবং এলডিপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!