পাঁচ বছরের বেশি সময় আগে রাজধানীর ভাটারা থানার একটি নাশকতার মামলায় বিএনপির স্থানীয় পর্যায়ের ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতদের ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। এ নিয়ে তিন মাসে শুধু ঢাকার আদালতে ৩৪ মামলায় বিএনপির প্রায় ৬০০ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে সাজার রায় হলো।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ভাটারা থানার মামলায় বিএনপির ১১ জনকে সাজা দিয়ে রায় দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন- আতাউর রহমান, হেলাল ঢালি, লালন ব্যাপারী, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন ব্যাপারী, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি, আলী মিয়া।
মামলাটি হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে।