খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত

বাস্তহারা পুকুরের বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়নে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বাস্তহারা পুকুরের বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়নসহ সার্বিক পরিবেশ উন্নত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেসন অব নেচার এর আয়োজনে সিএসএস আভা সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, প্রকল্পের কাজ বাংলাদেশ দ্রুত নগরায়নের ইতিবাচক প্রভাবে সম্মুখীন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা এবং কঠিন আবার নতুন সমস্যা আরো জটিল করে তুলছে, অপর্যাপ্ত অবকাঠামো, পরিবেশের অবক্ষয় এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জ বিদ্যমান থাকার কারণে, উপকূলীয় শহরগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ফলে শিশু কিশোর কিশোরী নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এইসব পরিস্থিতির কারণে সহজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবার জন্য বাসযোগ্য ও অন্তভুক্তিমুলক শহর, (লাইকা) প্রকল্পটি জি আই জেড এর নেতৃত্বে আইইউসিএন এবং এমপাওয়ার এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য জলবায়ু সংবেদনশীল এবং অন্তর্ভুক্ত মূলক নগর পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করা, এই প্রকল্পটির প্রধান উপাদান হল খুলনা রাজশাহী এবং সিরাজগঞ্জ শহরে আবাসন লিভিং ল্যাব (ইউএলএল) প্রতিষ্ঠা করা।

কর্মশালায় খুলনা কেসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, আবির উল জব্বার, স্থপতি রেজবিনা খানম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুক রশিদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ, খুলনা পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, আইইউসিএন এর সিটি করেরেটর সানজিদা ইয়াসমিন, শেখ রাকিব হাসান, রাহাতুল ইসলাম, এম পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজের রুম্মান নাসির, মোশারফ এবং ৯ ওয়ার্ডের বাসিন্দা প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!