পৃথিবীর মাঝে বাসনাগুলি বৃক্ষডালে
বৃষ্টির ছোঁয়ায় পুষ্প ঘ্রানে জীবনের সুখ
ছড়ায়। তীব্র তাপদাহে কখনো নিরুপায়।
আন্দোলিত মন, অনেক শঙ্কায়, ভাবনায়
ধূলি ঝড়ে মিশে যায়, মরু প্রান্তর মরীচিকায়।
যখন গোধূলি সন্ধ্যা ঘনায়, মেঘপুঞ্জ
মেঘমালা প্রভাতে, অস্তরাগে নতুন রূপ
আভায়। ফুলগুলো ফোটে রংধনু রঙে
আকাশ লাল-সবুজের রঙিন সুষমায়।
শীত সকালে, বৈকালে উড়ন্ত পাখিদের
কলকাকলিতে মৃদুমন্দ বাতাসে অনেক
আবেগ জড়িয়ে রয়, শীত বসন্ত হাওয়ায়।
সকল বাসনা হয় কি সফল এই
জীবন পরিক্রমায়? অনেক প্রশ্ন মনে,
থেকে যায়। সকল অঙ্গীকার, শপথ, আশা ভরসা
শুধু এক স্রষ্টার নাম সদায়।
যত জয়ধ্বনি, আনন্দ উল্লাস এই –
বিশ্ব-ভুবনে, শুধু প্রভুর স্মরণে, সমৃদ্ধি,
বিত্ত-সম্পদ, সকল নিয়ামত তাঁরই
অনুগ্রহ দয়া দানে। সকল প্রাপ্তি আরাধনায়।
সকল কল্যাণ, ত্যাগ ও পুণ্যে, সালাত ধ্যানে,
আখিরাতের পথ সুন্দর হয় মুমিনে।
রাসূলের (সা:) সুন্নত মেনে,
সত্য-সুন্দর উদ্ভাসিত হৃদয়ে, জ্ঞানের
আলো জ্বলে, পাক-কুরআনের আলোক
বলে। অনন্ত জীবনের ছায়াতলে।
বালা-মুসিবত এলে, ভীত হয় না মন
প্রভু দয়াময়ের কাছে নতশিরে, নয়নে
অশ্রু ঝরে, প্রার্থনায় কায়মনে ক্ষমা চাইলে।
শুধু তওবার মাঝে সুখের বাতি জ্বলে বেদনা
অনলে।
জীবনটা এমনি চলে ব্যতিব্যস্ত জীবনে
কর্মকোলাহলে। সকল শপথ, ঘোষণা
অঙ্গীকার, আরজি দ্বীলে, সকল –
সন্তুষ্টি আকুলতা মানবকুলে, উন্নত
জীবন স্রষ্টারই শতো ক্ষমা বলে।
খুলনা গেজেট/এনএম