খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

বাসনা মাঝে : জীবনের সুখ

আবদুস সালাম খান পাঠান

১.

হে প্রভু দয়াময়, যে পথে কল্যান, চির সত্যের পথে, দেখাও –

সুপথ এগিয়ে যেতে ।

চির জনমভর যেনো থাকতে পারি, সুনাম সুযশেতে –

পবিত্রতা মোহতে, জীবন যেনো থাকে সদা সুখময়, দুনিয়াতে !-

মুছে দাও প্রভু, যে পথে রয়েছে, আমার জীবনের ভুল-ভ্রান্তি –

– সকল কর্মেতে ।

দূর করো, সকল বাঁধা ও অন্ধকার’ কুরআনের আলোর পরশেতে,

দূর করো প্রভু, সকল মিথ্যার বেসাতির দুয়ার, প্রভাতে –

কবুল করো আমার সালাতের মুনাজাতের সকল তওবার

ও আমার আরাধনাতে !

অসীম সাহস দাও মনোবল বুকে, দূর করো মনের আকাশের আঁধার,

রহমতে ভরে দাও প্রাণ, নয়নে শুভ্রতা দেখি যেনো ঊষার ধ্রুবতারার ।

আকুল ফরিয়াদ আমার অনেক আবেগ রয়েছে মনেতে,

দিবস রজনী নিরবধি ডাকি যে তোমায় প্রভু, আবেগ আকুলেতে ।

জীবনের সকল বাসনাতে, সুখেরই আবেশ পেতে,-

পিতৃমাতৃ স্নেহের মাঝে, আধো ঘুমে জেগে উঠা, রজনী পোহাতে,

হৃদয় মাঝে জাগে শতো অনুরাগ, নয়নের অশ্রুজলে ভিজে

বুক, মায়ের দোয়া-স্নেহেতে । সকল সুখ, জানি, মায়ের সেবাতে ।

২.

অম্লান বাসনা সুখ আমার পরপারে । সুসময়ে চাই,

-জান্নাতী খুশবু পেতে ! সুন্দর কানন শোভাতে ।

নবীজির (সাঃ) প্রিয় উম্মতে, দাও জ্ঞানের উজ্জ্বল,

– আলোর শিখা । ভালোবাসা বন্ধনে হৃদয় করো উজাড় ।

নবীজির (সাঃ) শাফায়াত কামনায়, মিটাও প্রভু, সকল বাসনার ।

মরু প্রান্তরে কণ্টক পথে হাঁটার শক্তি দাও,-ভ্রমনেতে ।

উঠাও পাহাড়ের সুউচ্চ স্বর্ণসিঁড়িতে । পুণ্যস্থান জিয়ারতে ।

দুরূদ ও সালাম জানাই নবীজির (সাঃ) শানে, সোনার

মদীনার পাক রওজাতে ।

 

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!