খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

বালু কাটার কার‌ণে মোরেলগঞ্জে শত শত বিঘা ফসলী জমি নদী ভাঙ্গনের মুখে

এম.পলাশ শরীফ

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে পানগুছি নদীর ঘষিয়াখালী মোহনা থেকে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরবর্তী শত শত বিঘা ফসলী জমি। বসতবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে অনেকেই হয়েছে অভিবাসন। একইসাথে হুমকির মুখে পড়েছে সাড়ে ৩ কিলোমিটার কাঁচাপাকা রাস্তা। এলাকার জনগুরুত্ব এই সমস্যায় নেই কোন ব্যবস্থা। জরুরী ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চকরণ ইউনিয়নের ১নং ওয়ার্ডটি নদীর তীরবর্তী পঞ্চকরণ গ্রাম। এখানে জনসংখ্যা রয়েছে প্রায় ৩ হাজার, পরিবার রয়েছে দেড় হাজার। ঘষিয়াখালী মোহনার উত্তর প্রান্তে অবস্থিত এ গ্রামের স্বাধীনতা পরবর্তী নদীর তীরের ফসলী এ মাঠে জমি ছিলো প্রায় ৩০০ বিঘা। একযুগেরও বেশী সময় ধরে নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে দাড়িয়েছে ১০০ বিঘায়।

একদিকে নদী ভাঙন অন্যদিকে নদী থেকে প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলন করায় দিন দিন কমে যাচ্ছে ফসলী জমি। বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে গোটা গ্রাম। সোনাখালী পঞ্চকরণ স্লুইজগেট থেকে নতুনবাজার পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটিও রয়েছে এখন হুমকির মুখে।

বালু উত্তেলনের ফলে ক্ষতিগ্রস্থ ফসলী জমির মালিক কৃষক বজলুর রহমান হাওলাদার, আলী হাসান হাওলাদার, দেলোয়ার দফাদার,পলাশ হাওলাদার, হাসান হাওলাদার, আব্দুল মতিন হাওলাদার, বেবী বেগম, মেরিন বিবি, রিনা বেগম, হনুফা বেগমসহ একাধিক ক্ষতিগ্রস্থ মানুষ বলেন, দীর্ঘ ৬ বছর ধরে এভাবেই প্রতিদিন ৫/৬টি জাহাজে করে জেলা শহর বাগেরহাট থেকে এসে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।

গ্রামবাসীরা এ বালু উত্তোলনের প্রতিবাদ করলে তারা কোন কর্ণপাত করছে না। বলছে সরকারিভাবে ডাক হয়েছে। এ বালু কাটার কারণে আমাদের শত শত বিঘা ফসলী জমি দিন দিন নদীগর্ভে বিলীন হচ্ছে। তড়িৎ গতিতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপে বালু কাটা বন্ধ না হলে আমাদের এখানে বসবাসের আর কোন পথ থাকবেনা।

এ বিষয়ে পঞ্চকরণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, নদী তীরবর্তী পঞ্চকরণ ও নতুন বাজার এলাকায় নদী থেকে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলী জমি, বসতভিটা হারাচ্ছে অনেকেই। বিষয়টি এখনই পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের ক্ষতির সম্মুর্খীন হয়ে পড়বে গ্রামবাসী।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, পঞ্চকরণে বালু উত্তোলনের বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ বিএমএস/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!