শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ থেকে বালুর ঢিবির ভেতর থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ, যার বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকা থেকে ৫২বস্তা চিনি উদ্ধার করে শেরপুর সদর থানা পুলিশ। বর্ষা মৌসুমে জব্দ চিনি গলে যাওয়ার শঙ্কায় সদর থানার হাজতখানায় রাখা হয়েছে। বুধবার (২১ জুন) আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশ জানায়, দমদমা এলাকাতে চিনি মজুদ করছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বেলাল হোসেনের ভাড়া জমিতে ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর ঢিবির ভেতর থেকে পঞ্চাশ কেজির ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিলো তা জানা সম্ভব হয়নি। এমনকি স্থানীয়রাও এ বিষয়ে কিছু বলতে পারেনি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার জব্দ চিনি আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এসজেড