খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

বার্সেলোনা ভাইবারে যুক্ত হলেই মিলবে চমক

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার। এফসি বার্সেলোনার সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে ২০২০-২০২১ মৌসুমে বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে তারা। প্রতিষ্ঠানটি চলতি মার্চে ছয়জন খেলোয়াড় নিয়ে কমিউনিটিগুলোতে একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছে। খেলোয়াড়রা হলেন- মার্ক আন্দ্রে টের স্টেগেন, ফ্রেংকি ডি ইয়ং, মিরালেম পিয়ানিচ, সার্জিনিও ডেস্ট, ক্লেমেন্ত লংলে, অ্যান্টোয়ান গ্রিজমান।

এফসি বার্সেলোনার সঙ্গে ভাইবারের সহযোগিতাপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৭-২০১৮ মৌসুমে। ওই সময় থেকে ক্লাবটির অফিশিয়াল কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করছে ভাইবার। মেসেজিং অ্যাপটি বিভিন্ন ধরনের টাচপয়েন্টের মাধ্যমে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

অ্যাপটিতে খেলোয়াড় ও ফ্যানদের মধ্যে গড়ে উঠবে একটি অর্থপূর্ণ সম্পর্ক। এর মধ্যে থাকছে বার্সা ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়, লেজেন্ডের সঙ্গে একদিন কাটানো, ভোট প্রদান ও জয়ী হওয়ার সুযোগ, বিনামূল্যে কোন কিছু প্রদান ও ফ্যান স্টার।

ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা পর্বে বার্সেলোনা দলের কয়েকজন তারকার প্রশ্নোত্তরের সুযোগ থাকবে। এই পর্বে ফ্যানদের ৫ থেকে ১০টি পূর্বনির্ধারিত প্রশ্নের উত্তর দেবেন খেলোয়াড়েরা। এফসি বার্সলোনা ভাইবার কমিউনিটিগুলোতে মেম্বার-টু-মেম্বার (এমটুএম) মেসেজিংয়ের মাধ্যমে ফ্যানরা প্রশ্ন পাঠানোর সুযোগ পাবেন। এ প্রশ্নগুলো থেকে ভাইবার কমিউনিটির টিম সেরা প্রশ্ন বাছাই করবে।

লেজেন্ডের সাথে একদিন পর্বে ফ্যানরা কমিউনিটিতে এফসি বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে উপভোগ্য সময় কাটানোর সুযোগ পাবেন। এটি মার্চ মাস থেকে শুরু হবে আর এর মাধ্যমে ফ্যানরা তাদের জীবনের অন্যতম সেরা একদিন কাটাতে পারেন।

ভোট ও বিজয়ী হওয়ার সুযোগ ফিচারে কোন দল বিজয়ী হবেন এই ভবিষ্যদ্বাণী করে ব্যবহারকারীরা ফুটবলারদের স্বাক্ষর সম্বলিত ২০২০-২১ মৌসুমের জার্সি জেতার সুযোগ পাবেন। একইসঙ্গে ক্লাবে তাদের পথচলা ও ব্যক্তিগত গল্প শেয়ারের মাধ্যমে প্রতিমাসে ফ্যানরা কমিউনিটির স্টার হওয়ার সুযোগ পাবেন।

ইংরেজি, স্প্যানিশ ও অ্যারাবিক গ্লোবাল কমিউনিটির পাশাপাশি বর্তমানে অ্যাপটি প্রথমবারের মতো খেলা ও খেলোয়াড়দের পরিসংখ্যান সংক্রান্ত আলোচনার জন্য রাশিয়ায় গ্লোবাল কমিউনিটি চালু করেছে। বাংলাদেশ থেকে ঢুকতে চাইলে ইংরেজি ভাষা বেছে নিতে পারবেন বার্সা ভক্তরা। অথবা কারও স্প্যানিশ, অ্যারাবিক কিংবা রাশিয়ান জানা থাকলে সে সুযোটাও নিতে পারবেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!