খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

বারাকপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ

দিঘলিয়া প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় নিহত খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম)’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল সন্ধ্যার আগেই ভোট গ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। ৯টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতেই পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি। ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ভোটগ্রহণ আয়োজনের কোন কমতি না থাকলেও প্রতিদ্বন্দ্বিতাহীন এ নির্বাচনে ভোটগ্রহণ অনেকটা নিরুত্তাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিপ্রার্থী মোঃ কামাল হোসেন বিশ্বাস অনেকটা কাকতালীয়এবং অজ্ঞাত কারণে নির্বাচনের ৫ দিন পূর্বে ২৭ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সাহাগীর হোসেন পাভেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময় ১৭ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল হোসেন বিশ্বাসের মনোনয়ন প্রত্যাহার বিধি অনুযায়ী না হওয়ায় তফসিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কামাল হোসেন বিশ্বাসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় গাজী সাহাগীর হোসেন পাভেলের সমর্থকরা খুশি হলেও কামাল বিশ্বাসের নিকারী সম্প্রদায়, বিএনপি, জামায়াতসহ দীর্ঘদিন ধরে নিহত গাজী জাকির হোসেনের বিরোধীতা করে আসা গ্রুপটি চরমভাবে অসন্তুষ্ট হয়।ইতিপূর্বে নির্বাচনে অন্য স্বতন্ত্র প্রার্থী ও চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শেখ আনসার উদ্দিনের মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়।

গত ১২ বারাকপুর ইউনিয়নের বোয়ালিয়ারচরে সন্ত্রাসী হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন। দীর্ঘ ৫০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২ আগস্ট রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গাজী জাকির হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!