খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

বারাকপুর ইউপি’র উপ-নির্বাচন ৩ জনের মনোনয়নপত্র দাখিল (ভিডিও)

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি’র উপ-নির্বাচনে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রিটার্নিং অফিসার দিঘলিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নির্বাচন অফিসার মোঃ বজলুর রশিদের কার্যালয়ে ৩ জন প্রার্থী পৃথকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন ঃ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সাহাগীর হোসেন পাভেল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ আনছারউদ্দিন ও বারাকপুর ইউপি’র ৫ নং ওয়ার্ল্ডের সদস্য মোঃ কামাল বিশ্বাস।

বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বারাকপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তৌহিদ মিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র দাখিলের ফরম সংগ্রহ করলেও তারা আজ মনোনয়নপত্র জমা দেননি।

উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী আবু মূসা এ প্রতিবেদকে বলেন, ১০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

প্রসঙ্গঃ ৩ আগস্ট সন্ত্রাসী হামলায় নিহত বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে ২ নভেম্বর ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!