খুলনা, বাংলাদেশ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশা সংঘর্ষে নিহত ২
  বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
  খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বারাকপুরে অস্ত্র গুলি উদ্ধার মামলার আসামিরা প্রকাশ্যে, জনমনে আতঙ্ক

শেখ বদর উদ্দীন, ফুলবাড়িগেট

পুলিশের অভিযানে গত ৪ মার্চ শুক্রবার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ ব্রিজের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ককটেল, একটি ছোরা, ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে বারকপুর এলাকার জাহাঙ্গির গাজীর ছেলে একাধিক মামলার আসামি পাভেল গাজী, ছোট নিকারির ছেলে শাহিদুল ও ছলেমান বিশ্বাস এর ছেলে শহিদুলকে এজাহার নামিয় ও অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ৩, তারিখ ০৪/০৬/২০২১ ।

মামলা দায়েরের ১৮ দিন অতিবাহিত হয়ে গেলেও থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এলাকাবাসী জানায় ঘটনার পর ২/ ৩ দিন গা ঢাকা দিয়ে থাকলেও আসামিরা পুনরায় প্রকাশ্যে এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। বারাকপুর এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় বারাকপুর বাজারের ব্যাবসায়িদের কাছে চাঁদা দাবি করে আসছে। এ ঘটনায় এলাকায় পুনরায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে পুনরায় এলাকায় আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী ।

অগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারি কর্মকর্তা দিঘলিয়া থানার এস আই মফিজুল ইসলাম বলেন, প্রধান হোতা পাভেল গাজী সহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!