ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করায় তিব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম নাজমুস সউদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান নেতৃবৃন্দ। এ ধরণের হটকারী সিদ্ধান্ত মুসলমানদের ইমানের উপর আঘাতের শামিল বলে মনে করেন ধর্ম প্রিয় মুসলমান। এখনও সময় থাকতে এ ধরণের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিকারী কাজ থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতি দাতারা হলেন খুলনা জেলা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিকুর রহমান, সহ সভাপতি মাওলানা মুশতাক আহমেদ, অধ্যক্ষ মাওলানা জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সউদ, মাওলানা নুর হোসেন কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা কারামত আলী, মাওলানা আনোয়ারুল আযম, মাওলানা মোল্লা মিরাজ, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। সূত্রঃ প্রেস রিলিজ।
খুলনা গেজেট/এমবিএইচ