করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা নির্বাচনের যে নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তার অনুমোদন দিয়ে দিয়েছে। গত ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ৩ অক্টোবর।
ভোটের তারিখ নির্ধারণের পর বাফুফের নির্বাচন কমিশন আজ (বুধবার) সভায় বসে। বিকেল ৩টায় বাফুফে ভবনে কমিশনের চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে ৩ সেপ্টেম্বর। সভাশেষে নির্বাচন কমিশন প্রধান মেসবাহ উদ্দিন জানান, আমাদের লক্ষ্য ভোটের কমপক্ষে ১৫ দিন আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল হওয়ার কথা ছিল বাফুফের এজিএম ও নির্বাচন। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার দেশের খেলাধুলার সব কার্যক্রম স্থগিতের নির্দেশনা দিলে বাফুফে নির্বাচন স্থগিত করে।
৩০ এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ। তবে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এ কমিটিকে দায়িত্ব চালিয়ে নেয়ার অনুমতি দেয় ফিফা ও এএফসি।
খুলনা গেজেট/এএমআর