খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ

বাফুফের নির্বাচন মনিটরিং করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কমিটি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটির সদস্যরা হলেন- ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তৌহিদুর রহমান, উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার এবং আইন কর্মকর্তা এসএম কবিরুল হাসান। শিগগিরই কমিটি কাজ শুরু করবে বলে রোববার জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

তার কথায়, ‘বাফুফের নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সেজন্য আমরা জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করেছি। আশা করছি, এই টিম দু’দিনের মধ্যে কার্যকর হবে।

নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সার্বক্ষণিক কাজ করবে টিম। আপাতত তিন সদস্যের টিম হলেও এর সদস্য সংখ্যা বাড়তে পারে।’ আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!