সুলভ ও ন্যায্যমূল্য নিশ্চিত এবং বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার (২৮ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে অনুষ্ঠিত সভায় এবিষয়ে আলোচনা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন- ক্যাব খুলনার সভাপতি এড. এনায়েত আলী, বিএসটিআই’র উপ-পরিচালক প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক শামীম আরা নাজনীন, জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক শেখ আল্লামা ইকবাল তুহিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি খুলনার মহাসচিব এমএ কাফি প্রমুখ। এছাড়াও সভায় এপিবিএন-৩, খুলনা সিটি কর্পোরেশন, ঔষধ প্রশাসন অধিদপ্তরসহ অন্যান্য দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এআইএন