খুলনা, বাংলাদেশ | ১ ফাল্গুন, ১৪৩১ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৬৬ জন গ্রেপ্তার
  ডিসেম্বরে নির্বাচন হতে পারে: ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে ড. ইউনূস

বাগেরহাট-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন জামায়াত নেতা

চিতলমারী প্রতিনিধি

‘দেশ চলবে আল্লাহ প্রদত্ত আইন ও সৎ লোকের শাসনে। দেশের মানুষের উপর বহু অবিচার, জুলুম ও নির্যাতন হয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরচার আওয়ামী সরকারের জগদ্দল পাথর জাতির ঘাড়ে চেপে বসেছিল। জাতি আজ সে পাথর থেকে মুক্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিছক কোন রাজনৈতিক দলের নাম নয়। এটা মানবতার সংগঠন।

বুধবার চিতলমারী আলিয়া মাদ্রাসার সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

তিনি বলেন, সাংগঠনিক সিস্টেম অনুসরণ পূর্বক তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সংগঠন বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে মনোনিত করেছেন। মানবতার সংগঠন ও আদর্শের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে এ তিন উপজেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার সীমিত সামর্থ্যরে মধ্যে সকল জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মশিউর রহমান বলেন, এদেশের মানুষ জুলুমের জাঁতাকল থেকে মুক্তি পেয়েছে। আমি জুলুম সরকারের হাতে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানাই। মহান বাবুদ যেন তাঁদের শাহাদাতের উচ্চমর্যাদা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এ জাতির খেদমত করার সুযোগ দেন। আমানতদারী ও দায়িত্বশীলতার স্থান থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাব। আমরা নির্বাচিত হলে এ দেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু কোন বিভেদ থাকবে না। সকলের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশী।

মতবিনিময় সভায় এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, এলাকার গর্ণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!