বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় এ শুনানি অনুষ্ঠিত হয়। এসময় সেবা গ্রহিতাদের অভিযোগে ২ দালালকে আটক করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
সেবাগ্রহীতাদের অভিযোগ, খুলনা গেজেটসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পাসপোর্ট কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে শতাধিক সেবাগ্রহীতা তাদের বিভিন্ন হয়রানীর চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক আজিজুর রহমানের কাছে। অধিকাংশ অভিযোগ ছিল দালাল চক্রের দৌরাত্মের এবং কর্মকর্তাদের খামখেয়ালি ও অসদাচারণের।
শুনানিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাব্বিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান নাসির সরদার, বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক এসএমএ সানি।