খুলনা, বাংলাদেশ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শব্দ দূষণের চূড়ান্ত বিধিমালা চলতি মাসে প্রকাশ : পরিবেশ উপদেষ্টা
  রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের জানাজা সম্পন্ন, দাফন হবে বনানী কবরস্থানে
  আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি : জামায়াত আমির

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বিগত কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন। এছাড়া এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ জেলা তাঁতীলীগের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সহ-সভাপতিরা হলেন, আলহাজ্ব এডভোকেট শাহ আলম বাচ্চু, এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, এডভোকেট শেখ মোহাম্মদ, আলী আকবর, মাহফুজুর রহমান , ইদ্রিস আলী ইজারাদার, অধ্যাপক আব্দুর রউফ, অশোক কুমার বড়াল, সরদার সেলিম আহমেদ, ডাক্তার মোঃ মোশারফ হোসেন, ফরিদা আক্তার বানু, ডাক্তার একে আজাদ ফিরোজ টিপু।

কমিটিতে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব ও মনোয়ার হোসেন টগর। সম্পাদকীয় পদে রয়েছেন, আইন বিষয়ক সম্পাদক ওজিয়াউর রহমান পিকলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ হায়দার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ সেলিম রেজা, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল করিম ঝিলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অমিত রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরদার আবুল কালাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক জোবেদা মান্নান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মজুমদার, যুব ও ক্রীড়া সম্পাদক সরদার শামীম আহসান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি, শ্রম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, জনসংখ্যা বিষয়ক সম্পাদক কাজী কাশাফাদ্দুজা সেলিম, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নজিবুল হক, শেখ লিয়াকত হোসেন লিটন, উপ-দপ্তর সম্পাদক রতন নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান।

এছাড়া ৩৬ জন সদস্যের মধ্যে শীর্ষে রয়েছেন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, এরপরে রয়েছেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের এমপি মিসেস হাবিবুন নাহার তালুকদারসহ মোজাম্মেল হোসেন, স্বপন কুমার দাস, আলহাজ্ব শেখ আব্দুল ওহাব , অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, কালিপদ বিশ্বাস, শেখ বশিরুল ইসলাম, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, মাহফুজুর রহমান, বাবুল হোসেন খান, মোহন আলী বিশ্বাস, এইচ এম বদিউজ্জামান সোহাগ ,মুজিবুর রহমান খান, তাকসীর হোসেন, স্বপন দেব, নিহার রঞ্জন সাহা, সর্দার ওমর ফারুক, শেখ আবু সাঈদ, অধ্যাপক মাকফুরুজ্জামান লিটু, শেখ আজমল হোসেন, হাওলাদার মাহফুজুর রহমান, মোঃ আলমগীর হোসেন, শিরিনা আক্তার, শাহিনুল আলম ছানা, পিজুষ কান্তি রায়, শিকদার আবু বক্কর সিদ্দিক, ইবনে মিজান হিরু, এমদাদুল হক, এম এ মতিন, ইব্রাহীম হোসেন, আজমল হোসেন মুক্তা, মোজাম্মেল হোসেন।

বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে ২০১৯ সালের ৯ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের এক বছরেরও অধিক সময় পর বৃহস্পতিবার এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।

 

খুলনা গেজেট/এনএম//এমএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!