খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

বাগেরহাটে ৯৪ শতাংশ পাস, ২২‘শ এ প্লাস

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১৪ হাজার ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ২৪৩ জন পরিক্ষার্থী পাস করেছে। শতাংশের হিসেবে এই জেলায় ৯৪ দশমিক ১১ শতাংশ পরিক্ষার্থী পাস করেছে। এ প্লাস পেয়েছে ১ হাজার ৯৪০ জন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভকেশনাল)-এ ১ হাজার ৬৫৮ জনের মধ্যে ১ হাজার ৩৩৯ জন পাস করেছে। শতাংশের হিসেবে ভকেশনালে ৮০ দশমিক ৭৬ শতাংশ পরিক্ষার্থী পাস করেছে। এ প্লাস পেয়েছে ৯০ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩ হাজার ৭৩৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১১৬ জন পরিক্ষার্থী পাস করেছে। শতাংশের হিসেবে দাখিলে ৮৩ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ প্লাস পেয়েছে ১৮০ জন।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, এবার অপেক্ষাকৃত বাগেরহাটের শিক্ষার্থীদের ফলাফল ভাল। এসএসসিতে ৯৪, ভকেশনালে প্রায় ৮১ এবং দাখিলে ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

 

চিতলমারীতে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন। এ বছর এসএসসি পরীক্ষায় ১ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পাশ করেছে ১ হাজার ৪৩৭জন। ফেল করেছে ৭৭ জন। এদেরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০০ জন,জিপিএ ৪৭৬ জন, জিপিএ- ২৯১ জন, বি ২৫৯ জন, সি পেয়েছে ১৯৪ জন ও ডি পেয়েছে ১৭ জন।

এসএসসি দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ২২৪ জন। পাশ করেছে ১৯০ জন। ফেল করেছে ৩৪ জন। এদেরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, জিপিএ ৫৫ জন, এ- ৬৩ জন, বি ৩৭ জন, সি ২৬ ও ডি গ্রেড পেয়েছে ১ জন। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৩৫ জন। পাশ করেছে ১০১ জন। ফেল করেছে ৩৪ জন। এদেরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, জিপিএ ৬৭ জন, এ- ২২ জন ও বি ২ জন ।

সোমবার সন্ধ্যায় চিতলমারী কেন্দ্র সচিব ও কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম এ তথ্য নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!