খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

বাগেরহাটে ৩ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ৩ লক্ষ ৭ হাজার ৫‘শ ৯০জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে।২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের ৯ উপজেলায় ২‘শ ২৫টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে ২‘শ ৭৬ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করবেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জনের মিলনায়তনে মিসেলস রুবেল ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানান। প্রেস কনফারেন্সে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ আবুল বাশার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস, মুশফিকুর রহমানসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া গুরুত্ব ও টিকা দানের পদ্ধতি উল্লেখ করেন।বাংলাদেশে বর্তমান সময়ে হাম-রুবেলা রোগের বিস্তারিত তুলে ধরেন। সকলকে নিজ নিজ জায়গা থেকে হাম-রুবেলার টিকা দানের গুরুত্ব প্রচার করার আহবান জানান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!