খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

বাগেরহাটে ১৭ মামলার আসামি কবির ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ১৭ মামলার আসামি কবির বয়াতী (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জুন) মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় সচিবের বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এছাড়াও কবিরের বিরুদ্ধে ৩টি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

গ্রেপ্তার কবির বয়াতী মোরেলগঞ্জ উপজেলার দক্ষিন সুতালড়ি ভাষান্ডা এলাকার আব্দুস ছত্তার বয়াতীর ছেলে।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, লখপুর এলাকায় অবসরপ্রাপ্ত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনায় কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই বাড়িতে ডাকাতরা মোরেলগঞ্জ ও বরিশালের ভাষায় কথা বলেছিলেন। কবিরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। আরও তথ্যের জন্য আদালতে কবিরের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ, বুধবার (৩১ মে) গভীর রাতে ফকিরহাট উপজেলার লখপুর গ্রামে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ২লক্ষ ৪০হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা ওই বাড়িতে প্রবেশ করে মোরেলগঞ্জ ও বরিশালের ভাষায় কথা বলেছিল বলে দাবি ক্ষতিগ্রস্থদের।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!