খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাগেরহাটে স্ব-পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্ব-পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা। একক প্রার্থী হিসেবে মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত ১৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। এদিন বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে এবং ভাইস চেয়ারম্যান চার জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তাঁদের সবার প্রার্থিতা বৈধ হয়। সোমবার (২২ এপ্রিল) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এ দিন বাগেরহাট সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন ব্যাতিত বাকি ৩ প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিন পদেই এখন একক প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাগেরহাট পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। প্রার্থীদের মধ্যে সরদার নাসির উদ্দিন ও রিজিয়া পারভীন ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, বাগেরহাট সদরের ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একজন পরে প্রার্থী ছিলেন। সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

এদিকে জেলার রামপাল উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন, চেয়ারম্যান পদে ইকবাল হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে মো. আছাদুজ্জামান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে। তবে সদরের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াতে ভোট হবে কেবল কচুয়া ও রামপাল উপজেলায়। এই দুই উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল। এর মধ্যে কচুয়াতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর রামপালে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের সকলেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!