খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বাগেরহাটে সরকারি সেবা নিশ্চিতে গনশুনানি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে সরকারি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হাফিজ আল আসাদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, প্লাটফর্মস ফর ডায়ালগের আঞ্চলিক সমন্বয়কারী শবনম মুস্তারী, জেলা সমন্বয়কারী গোপীনাথ সাহাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে সরকারি সেবা সংক্রান্ত প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরেন বক্তারা। বিশেষ করে ভূমি, পার্সপোর্ট ও বিআরটিএ অফিস ঘিরে দালাল চক্র ও অব্যবস্থপনার কথা উল্লেখ করেন তারা।

 

এসময় হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস, পার্সপোর্ট অফিস, শিক্ষাসহ অন্যান্য দপ্তরের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের আয়োজনে ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর সহযোগীতায় আয়োজিত শুনানিতে ৩৯ জন ও অনলাইনে ২০ জন নাগরিক অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!