খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, দুই পুলিশ সদস্যসহ আহত তিন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ হোসাইন (২৭) নামের যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য সহ তিনজন। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের ভিআইপি সড়কের খারদ্বার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারিফ হোসাইনের মৃত্যু হয়। নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মোঃ ফিরোজের ছেলে।

আহতরা হলেন, মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির, ইস্রাফিল এবং মোটরসাইকেল আরোহী দশানী এলাকার রুবেল।

প্রতক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আসলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তারিফ হোসেন ও রুবেলের থাকা মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এতে দুই মোটরসাইকেলের চারজনই আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে এদেরকে হাসপাতালে নেয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!