বাগেরহাট শহরের ভৈরব নদে নিখোঁজ রাকিবুল ইসলাম লিমন (২৪) নামে এক কার্গো শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩০ ঘন্টাপর শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাগেরহাট শহরের ভৈবর নদের মুণিগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বৃহষ্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট শহরের ভৈবর নদের মুণিগঞ্জ ফেরিঘাট এলাকায় নোঙর করা কার্গো থেকে লাফিয়ে পড়ে কবুতরের বাচ্চা তুলতে গিয়ে নিখোঁজ হন ওই শ্রমিক।
নিখোঁজ রাকিবুল ইসলাম লিমন মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার লক্ষীপুর এলাকার কুরবান আলী শেখের ছেলে। তিনি এমভি প্রগতি গ্রীনলাইন-১ নামের এই কার্গোর শ্রমিক ছিলেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (এসও) শরীফ আমিনুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নিখোঁজ কার্গো শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে। শুক্রবার আমরা ভৈবর নদের প্রায় তিন কিলোমিটার এলাকায় তল্লাসি চালালেও নিখোঁজ শ্রমিকের কোন সন্ধান পাচ্ছিলাম না। শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন ঘাটে নোঙর করে দাঁড়িয়ে থাকা কার্গো এমভি প্রগতি গ্রীনলাইন-১ এর পাশে নিখোঁজ শ্রমিকের মরদেহ ভাসতে দেখে। পরে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, পানিতে পড়ে নিখোঁজ হওয়া কার্গো শ্রমিক রাকিবুল ইসলাম লিমনের মরদেহটি ফায়ার সার্ভিস পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা মরা যাওয়া রাকিবুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করব।
খুলনা গেজেট/ টি আই