বাগেরহাট জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সামনে থেকে বাবুল হাওলাদার (৪৬) নামের এক দালালকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৯মার্চ)দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার মমতাজ বেগম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত বাবুল হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলা দক্ষিন সাউথখালী গ্রামের মোঃ আইয়ুব আলী শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম বলেন, ভূমি অধিগ্রহন কর্মকর্তার কার্যালয়ের সামনে অহেতুক ঘোরা-ফেরা করছিল বাবুল। সন্দেহবসত তাকে জিজ্ঞাসা করলে তিনি অসলগ্ন কথা বার্তা বলেন। এক পর্যায়ে শরণখোলা উপজেলার স্থানীয়দের কাছে খোজ নিয়ে জানা যায় তিনি অধিগ্রহন হওয়া ভূমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার নামে অর্থের বিনিময়ে দালালী করেন।দন্ডবিধির ১৮৬০ এর ১৮৯ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ টি আই