বাগেরহাটে কল্যাণকর বৃষ্টি চেয়ে জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। দোয়ায় সাধারণ মুসল্লিদের পাশাপাশি জেলা প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তারা অংশগ্রহন করেন।
শুক্রবার (৩০ এপ্রিল) বাগেরহাট নতুন কোর্ট মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম।
এছাড়া জেলার ৯টি উপজেলার সকল মসজিদে জুমার নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। সব শ্রেণির সাধারণ মুসল্লিরা এই মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়ায় অংশগ্রহনকারীরা নিজেদের কৃত কর্মের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বৃষ্টি প্রদানের জন্য আল্লাহর রহমত ভিক্ষা চান তারা।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি নেই। সেই সাথে প্রচন্ড তাপদাহ ও রমজানে সবার নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা। করোনার অতিমারির কারণে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। আল্লাহর কাছে আমরা সবাই হাত তুলে বলেছি যে বৃষ্টিপাতের রহমত দিয়ে আমাদের রক্ষা করুণ এবং করোনা অতিমারি থেকে মানুষকে মুক্তি দিন।’
খুলনা গেজেট/ এস আই