“টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাগেরহাটেও বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০১জুন)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। এছাড়া আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার মোঃ জালাল উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আকিব উদ্দিন, সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, খামারি ও দুগ্ধ শিল্পের সাথে জড়িত ব্যাক্তিরাসহ শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মেধাবী প্রজম্ম গড়তে পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। আর পুষ্টির চাহিদা নিশ্চিতে দুধপানের কোন বিকল্প নেই। কিন্তু সচেতনতার অভাবে অধিকাংশ মানুষ প্রতিদিন নিয়মিত দুধ পান করে না। মানুষকে দুধের পুষ্টিগুণ সম্পর্কে আরো সচেতন করতে হবে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ করেন।
খুলনা গেজেট/এসজেড