বাগেরহাটের কচুয়ায় বাসের ধাক্কায় মো: হানিফ শেখ(২৬) নামের মটর সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গোয়ালমাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময়, মটরসাইকেলের পিছনে থাকা কামরুল ইসলাম গুরুতর আহত হন।
নিহত মো: হানিফ শেখ কচুয়া উপজেলার উদানখারী গ্রামের হারেজ শেখের ছেলে। হানিফ স্থানীয় বাজারে মুদির দোকান দিতেন। আহত কামরুল ইসলাম একই এলাকার আব্দুর রশীদের ছেলে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজ বলেন, আমরা ঘটনাস্থল থেকে মটরসাইকেলটিকে উদ্ধার করেছি। আহত কামরুলকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি এখন সুস্থ্য রয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেণ, নিহত হানিফ শেখ প্রতিবেশি কামরুলকে নিয়ে মটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাগেরহাট যাচ্ছিলেন। রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে পিছন থেকে অজ্ঞাত একটি বাস মটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে হানিফ নিহত হন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সাথে যোগাযোগ করেছি।
খুলনা গেজেট/এ হোসেন