খুলনা, বাংলাদেশ | ২৫ ভাদ্র, ১৪৩১ | ৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  প্রতিবেশি দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত, অভিযোগ ফখরুলের
  বাগেরহাটের ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও ঘণীভূত হচ্ছে, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে নিরাপদ সড়ক চাই‘র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সেখানে সড়ক দূর্ঘটনায় নিহত কচুয়া উপজেলার শহিদুল মোল্লার স্ত্রী নুরজাহান বেগম ও শরণখোলার আহত আব্দুস সবুরকে নিরাপদ সড়ক চাই‘র পক্ষ থেকে দুটি ছাগল প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত শরণখোলার সংবাদকর্মী শাহিন হাওলাদারকে একটি হেলমেট প্রদান করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা শুরু করা হয়।

নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. সীতা রানী দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজমল হোসেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য আবু বক্কর সিদ্দিক। এছাড়া বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হয়দার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সহসভাপতি শেখ আসাদ, মুখার্জী রবীন্দ্রনাথ, পৌর কমিশনার তানিয়া সুলতানা, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, সহ সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন শিপন, কোষাধ্যক্ষ এসএস শোহান, প্রকাশনা বিষয়ক সম্পাদক লিটন সরকার, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, যুব বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস পান্থ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন রতন, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, মোঃ রিয়াদুল ইসলাম, মনিরুল ইসলাম, শেখ সোহেল, শামিম হাসান, সরদার আল আমিন, মো.আব্দুল্লাহ আল ইমরান, মো. আলামিন ও বাস মালিক সমিতির আসাদুজ্জামান বাবুমনি, সাংবাদিক কামরুজ্জামান মুকুল, শেখ আবু তালেবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নানা কারণে দেশে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অন্যতম। এসব কাজ আইনের দৃষ্টিতে অপরাধও। এই কারণে সড়ক দূর্ঘটনা বন্ধে আইনের প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। এজন্য নিরাপদ সড়ক চাই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ সড়ক চাই’র পাশাপাশি সকলকে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা।

এসব অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সদস্য, পরিবহন চালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশা’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!