খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদ্‌যাপিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মো. ফখরুল হাসান।

প্রেসক্লাবের সহ-সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, সাংবাদিক আলী আকবর টুটুল, শেখ আসাদ প্রমুখ। আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছ্বাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান বক্তারা।

এদিকে দিনটি উপলক্ষে সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ কাইনমারিতে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাদাবন সংঘ ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এছাড়া শরণখোলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সদরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!