খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

বাগেরহাটে দুই দিনব্যাপি তথ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-র আয়োজনে দুই দিনব্যাপি তথ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।পরে মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিগণ।

পরে সনাক, বাগেরহাটের সভাপতি এ্যাড. রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে “তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, সনাক সদস্য এ্যাড. শাহ আলম টুকু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি প্রমুখ।

বক্তারা, তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবহিত করেন। এছাড়া কিভাবে সহজে তথ্য পাওয়া যায় এবং কি কি তথ্য নাগরিকরা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

তথ্য মেলায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর, দূর্নীতি দমন কমিশন, সমাজসেবা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ ২৬টি সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহণ করেন। দপ্তরগুলো তাদের সেবার তালিকা, সেবা মূল্য ও সহজে পাওয়ার পদ্ধতি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। বুধবার বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!