বাগেরহাটে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার। গেল ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) ১৭৫ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার মাত্র ১৬ দশমিক ৫৭ শতাংশ। এই সময়ে মারা গেছে মাত্র একজন।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার রিপোর্টে বাগেরহাটে আক্রান্ত ছিল ৫৪ জন এবং মৃত্যু হয়েছিল দুই জন। সংখ্যার হিসেবে গেল কয়েক দিনের থেকে বাগেরহাটে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। এটাকে লকডাউনের সুফল হিসেবে মনে করছেন অনেকে।
বাগেরহাট সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৫৩ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৭১ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, সর্বশেষ রিপোর্টে ২৪ ঘন্টায় জেলায় ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার অনেক কম। এই পরিস্থিতিতে সকলকে আরও বেশি সতর্ক অবস্থায় থাকার অনুরোধ করেন তিনি।
খুলনা গেজেট/এনএম