খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

বাগেরহাটে আড়াই মণ গাজা, ১৫শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ৯৪ কেজি গাজা, ১৫শ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে মাদকসহ এদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার মোঃ ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। কিছুদিন আগে তারা লখপুর এলাকায় বিথি বেগম নামের এক নারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা শুরু করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আটক দুই মাদক ব্যবসায়ী বড় প্যাকেটে রাখা গাজা ছোট ছোট প্যাকেট করছিলেন। আটকদের কক্ষ থেকে ৯৪ কেজি গাজা, ১হাজার ৫২০ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।অবশিষ্ট একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!