বাগেরহাটে আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। সোমবার (৩ ফেরুয়ারি) বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে ১২০ কেজি ওজনের এই মাছ জব্দ করে বনরক্ষিরা। এসময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ কাজী নুরুল করীম বলেন, বাগেরহাট শহরের কেবি বাজার সামুদ্রিক মাছের হাট নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সেখানে অভিযানে যায়। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। এসময় ১২০ কেজি ওজনের আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। জব্দ করা শাপলাপাতা মাছ কেরোসিন দিয়ে বন বিভাগের কাযালয়ের চত্তরে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, বিলুপ্ত প্রায় প্রজাতির শাপলাপাতা মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই মাছ আহরণ, বিক্রয় ও সংরক্ষন না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরেও কিছু অসাধু জেলে এই মাছ আহরণ করছে। ব্যবসায়ীরা এই মাছ বিক্রি করছে। সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
খুলনা গেজেট/ টিএ