বাগেরহাটের ফকিরহাটে নিউ ভিভো সুপার আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে র্যাব ৬। এ সময়ে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফকিরহাট উপজেলায় নিউ ভিভো সুপার আইসক্রিম নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন এবং বিক্রয় করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সমন্বেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্যের উৎপাদন এবং বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোঃ মাসুদ রানা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠান হতে বিভিন্ন ধরণের মোট ৫২০০ কেজি ভেজাল খাদ্য, রং ও কেমিক্যাল মিশ্রিত তরল ৩০ কেজি এবং আইসক্রিম এর গোলাকার কাপ ৩৫০০ পিস জব্দ করা হয়। জব্দকৃত অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্য তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
খুলনা গেজেট/এসজেড