বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ৯টি দোকন ভস্মিভূত হয়েছে। এতে দোকান মালিকদের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার(৬ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাগেরহাট ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, মুদি দোকান মালিক শাহিন হাওলাদার, লেপ তোষকের দোকানদার মামুন খান, চায়ের দোকানদার আলতাফ বেগ, জুতার দোকানদার নজরুল শেখ, সেলুন মালিক সুভাষ শীলসহ ১৮ জন। এরা সকলে আবজাল শেখের ভাড়াটিয়া।বাজারের মামুন খানের লেপ তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছে অনেকে।
দোকান মালিকরা জানান, অগ্নিকান্ডে আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেছে। আমাদের ১৮ জন ব্যবসায়ীর ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ইলেক্ট্রিক সট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।যে দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেখানে গ্যাস সিলিন্ডারও ছিল। আমরা সে বিষয়টিও পরীক্ষা নিরিক্ষা করে দেখছি। এই অগ্নিকান্ডে ১৮টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
খুলনা গেজেট/কেএম