খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

বাগেরহাটের তিন উপজেলায় ভোট গ্রহন শেষ, চলছে গননা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে গননা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সারাদিনই চিল অভিযোগ ও পাল্টা অভিযোগ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টিও ছিল উল্লেখযোগ্য হারে। আচরণবিধে লঙ্ঘনের দায়ে চিতলমারী উপজেলায় দুই আওয়ামীলীগ নেতা সহ ৩ জনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফকিরহাটে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। আটক করা হয় তিন ব্যক্তিকে।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, ভোটার হারের এখন পর্যন্ত পিরোপুরি তথ্য পাইনি। ৩টা ৫০ পর্যন্ত ফকিরহাটে ৪১, মোল্লাহাটে ৩২ এবং চিতলমারীতে ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এছাড়া সারাদিন যেসব অবিযোগ পেয়েছি, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দু একটি সমস্যা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।একন গননা চলছে।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, চিতলমারী,মোল্লাহাট ও ফকিরহাট ৩টি উপজেলায় ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন লড়ছেন।

তিনটি উপজেলা ১২৪ টি কেন্দ্রে ৩ লক্ষ ৫৮ হাজার ৩৮২ জন ভোটার ছিল।এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। তিনটি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২৯জন , বিজিবি, র‌্যাব, ও ডিবির সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!