খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট
  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার শাখার ত্রি- বার্ষিক সন্মেলন

দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস খুলনা জেলার দিঘলিয়া উপজেলার শাখার ত্রি- বার্ষিক সন্মেলন আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয়।

সন্মেলনে প্রধান অতিথী হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা স্কাউটস এর সভাপতি মোঃ হেলাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিঘলিয়া উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলনে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কাউটসের কমিশনার ও প্রাক্তন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর ডেপুটি ডাইরেক্টর লতিফ উদ্দিন আহন্মেদ, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

অন্যানদের মধে বক্তৃতা করেন জেলা স্কাউটসের সম্পাদক ও সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ বেগম, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, একাডেমিক সুপারভাইজার মাকসুদা বেগম, সংগঠনের উপজেলা সম্পাদক ও দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান ও স্কাউটস লীডার মোঃ আবদুল্লাহ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!