খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

গেজেট ডেস্ক

চলতি বছরের শুরুর দিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের শরীরে মরণব্যাধি ক্যানসার শনাক্ত হয়। তারপর থেকে তিনি তেমন বিদেশ সফর করছেন না। তবে এবার সেই বিরত কাটিয়ে সরকারি সফরে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন তিনি। কিছু দিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে রাজা চার্লস। খবর ডেইলি মিররের।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। তিনি ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে আসতে পারেন।

তবে তাদের এই সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তাই ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজ সফর শুরু করতে পারেন, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি ডেইলি মিরর।

২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করেন। তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূলত ব্রেক্সিট পরবর্তী বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক যোগাযোগ তৈরি করতে চায় ব্রিটেন। দেশের এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রিটিশ রাজা ও রানি।

ব্রিটেনের একটি সূত্র জানিয়েছে, রাজা ও রানির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে। এই সফরটি বিশ্ব মঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হবে। এই সময় রাজা ও রানি জুতসই দূত হিসেবে কাজ করতে পারবেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!