বাংলাদেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর হচ্ছে বাংলাদেশ গেমস। আর এই গেমসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নারী ক্রিকেট দল।
আগামী ১ এপ্রিল শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। তবে সালমা-রুমানাদের আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে ক্রিকেট ইভেন্টটি একটু আগে ভাগেই গড়াবে। সূচি অনুযায়ী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। স্বাগতিকদের সঙ্গে তাদের সিরিজ এপ্রিলের শুরুতেই। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে মার্চের শেষভাগে গেমসের ক্রিকেট ইভেন্ট শেষ হোক। তাই সূচি নিয়ে জটিলতা নিরসনে শিগগিরই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বিসিবি।
বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেন, ‘সূচিতে কিছুটা জটিলতা থাকলেও বিওএর সঙ্গে আলোচনা করে আমরা যথাসময়ে এটি ঠিক করে ফেলবো। আগে খেলে ফেললে আমাদের জন্য ভালো হয়।’
ইতোমধ্যে বিসিবি চারটি দল গঠন করে সিলেটে ক্রিকেট ডিসিপ্লিন পরিচালনার প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ ব্যাপারে তৌহিদ মাহমুদ বলেছেন, ‘জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সমন্বয়ে বাংলাদেশ গেমসের জন্য চারটি দল গঠন করা হবে। টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।’
গত সপ্তাহে বিওএ’র নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, ২০২২ এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট ডিসিপ্লিনেও দল পাঠাবে বাংলাদেশ। এখানে বলে রাখা প্রয়োজন, ২০২২ সালের ১০-২২ সেপ্টেম্বর চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে ক্রিকেটকে যুক্ত করা হয়েছে।
খুলনা গেজেট/এ হোসেন