ঢাকা টেস্টের প্রথম দিন ব্যাট-বলের দারুণ লড়াই হলো। টস জিতে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনে আধিপত্য দেখায়। দ্বিতীয় সেশনে বাংলাদেশ লড়াইয়ে ফেরে। শেষ সেশন দুই দল ভাগাভাগি করে নেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ২২৩/৫ (৯০ ওভার)
ব্যাটিং: জশুয়া ডি সিলভা ২২ ও এনক্রুমার বোনার ৭৪
আউট: জন ক্যাম্পবেল ৩৬, শেইন মোসলে ৭, ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৭, কাইল মায়ার্স ৫, জার্মেইন ব্ল্যাকউড ৩৬।
নতুন বল নিল বাংলাদেশ
৮০ ওভার পরই নতুন বল নিতে পারত বাংলাদেশ। কিন্তু ৮১তম ওভারের শুরুতে নতুন বল নিতে তেমন আগ্রহ দেখালেন না অধিনায়ক মুমিনুল হক। পেসার রাহী পুরোনো বলে বোলিং শুরু করেন। তবে এক বল যাওয়ার পরই নতুন বল নেয় বাংলাদেশ।
রিভিউ নিয়ে টিকে রইলেন বোনার
আম্পায়ার সৈকত আরেকটি ভুল সিদ্ধান্ত দিলেন। যদিও ক্ষতি হয়নি অতিথি দলের। মিরাজের শর্ট বল কাট করতে গিয়েছিলেন হাফ সেঞ্চুরিয়ান বোনার। বল উইকেটে পড়ে ভেতরে ঢুকে। ব্যাকফুটে খেলার কারণে বল ব্যাট ও পায়ের কাছাকাছি ছিল। বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তোলেন। বোনার সঙ্গে সঙ্গে রিভিউ চান। রিপ্লেতে দেখা যায় বল প্যাডেই আঘাত করেনি। মাঝ ব্যাটে লেগে বল যায় ফিল্ডারের হাতে। রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার সময় বোনারের রান ছিল ৫৭।
খুলনা গেজেট/ টি আই