‘বাংলাদেশ-ইউরোপিয়ান পার্লামেন্ট মৈত্রী গ্রুপ’ এর সদস্য মনোনীত হয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
‘বাংলাদেশ-ইউরোপিয়ান পার্লামেন্ট মৈত্রী গ্রুপ’ এর সভাপতি মনোনীত করা হয়েছে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানকে।
এদিকে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী `বাংলাদেশ-ইউরোপিয়ান পার্লমেন্ট মৈত্রীগ্রুপ’ এর সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা দিঘলিয়া, রুপসা ও তেরখাদা উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুধী সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
খুলনা গেজেট/ টি আই