খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

‘বাংলাদেশে ২০-২৫ জনের বাইরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই’

ক্রীড়া প্রতিবেদক

২০২২ সালে ইনজুরিতে পড়ার পর অনেকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। চলতি বছর বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে ফিরেছিলেন জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন টাইগার স্কোয়াডে। আলোচনায় থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। বর্তমানে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকলেও রোববার(৭ জুলাই) এই অলরাউন্ডারকে দেখা গেল মিরপুরে।

অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গে করেছেন অনুশীলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। জানান বাদ পড়ার পর বেশি চিন্তা করলে খারাপ লাগে, ‘অনূর্ধ্ব ১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি। প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেখা যায়, খারাপ পারফর্ম করে বাদ পড়তে, আবার ঠিকই কয়েক সিরিজ পর দলে ফিরতে। সাউফউদ্দিন অবশ্য বলছিলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের খেলোয়ার খুব বেশি বেশি নেই, যে কারণে কম্পিটিশনের সুযোগও কম।

সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০ থেকে ২৫ জন যতটুকু আমি মনে করি।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!