আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে উপমহাদেশের পরাশক্তি শ্রীলঙ্কা। দুই ফরম্যাটে একটি করে বিশ্বকাপ জেতা দলটি অবশ্য এবারের বাংলাদেশ সফরে খেলবে দুটি টেস্ট।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে সিরিজের আয়োজক ও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।
সিরিজ শুরুর আগে লঙ্কানরা খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১১ ও ১২ মে দুই দিনের সেই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি
৮ মে – বাংলাদেশে এসে পৌঁছাবে
১১-১২ মে – দুই দিনের প্রস্তুতি ম্যাচ, এম এ আজিজ স্টেডিয়াম
১৫-১৯ মে – প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৩-২৭ মে – দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম
খুলনা গেজেট/ টি আই