এশিয়া কাপের সেমিফাইনালটা গতকালই নিশ্চিত করে ফেলতে পারত বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে সেটা এখনো ঝুলে আছে। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলে অবশ্য নারী এশিয়া কাপের শেষ চার নিশ্চিতের কাজটা সেরে ফেলবে নিগার সুলতানার দল। তবে বাংলাদেশের সেই স্বপ্নে এবার আঘাত হেনেছে বৃষ্টি।
সেমিফাইনালের সমীকরণটা এমন ছিল, বাংলাদেশ জিতলে আজ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া আর যে কোনো ফলাফলে থাইল্যান্ড চলে যাবে শেষ চারে।
বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন কিছু নয় আদৌ। নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১৫তম দল, যারা কি-না এবারের এশিয়া কাপে জিতেছে মোটে একটি ম্যাচে, তাদেরকে নিজেদের মাঠে সহজেই হারানোর কথা নিগার সুলতানার দলের।
তবে বাংলাদেশ দলের সেই সহজ কাজটাই কঠিন করে তুলছে বৃষ্টি। ম্যাচটা ভেসে গেলে যে সেমিফাইনালে আর খেলা হবে না নিগার সুলতানাদের! সকাল ৮টা ৩০ মিনিটে টস হওয়ার কথা। তবে ৯টা বেজে গেলেও বৃষ্টির কারণে টস হয়নি এখনো।