খুলনা, বাংলাদেশ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ৯ ডিসেম্বর, ২০২৩

Breaking News

  মুন্সীগঞ্জে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪, উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ফায়ার সার্ভিস
  মানবাধিকার লঙ্ঘন : ১৩ দেশের ৩৭ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বমঞ্চে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় দল। বৈশ্বিক এই আসরে খেলতে এরই মধ্যে বিশ্বমঞ্চের দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছে গেছে টাইগাররা।

এদিকে ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল। এই সফরের মধ্য দিয়ে প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কেননা, দীর্ঘ এই সময় পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের আতিথেয়তা পেতে যাচ্ছে লাল-সবুজেরা।

এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কায় যাবে টিম টাইগার্স। লঙ্কা সফরে প্রথমে ওয়ানডে এবং এরপর অনুষ্ঠিত হবে চারদিনের ম্যাচগুলো। জানা গেছে, ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের শ্রীলঙ্কা সফর।

এ বিষয়ে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমনের ভাষ্য, এইচপি স্কোয়াডে যে ক্রিকেটাররা রয়েছে, তাদের মধ্য থেকে সেরাদের নিয়েই দল গড়া হবে। সাদা ও লাল বলের দলে খুব বেশি পরিবর্তন থাকবে না।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!