আগের ম্যাচে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়ান। সাকিব আল হাসানের এক ওভারে ৫টি ছক্কা হাঁকান তিনি। মূলত তার ১৫ বলে ৩৯ রানের কল্যাণে ঘুরে যায় ম্যাচের ভাগ্য। উত্তেজনাকর ম্যাচে ৩ উইকেটের জয় পায় অজিরা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ ১২৩ রানের লক্ষ্য টপকাতে ইনিংস শুরু করতে আসেন ক্রিশ্চিয়ান। তবে তাকে সুবিধা করতে দেননি বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ।
অধিনায়ক ম্যাথু ওয়েডকে নিয়ে সফরকারীদের ইনিংস শুরু করে ক্রিশ্চিয়ান। তাকে ইনিংসের দ্বিতীয় ওভারের ফেরান বাঁহাতি স্পিনার নাসুম। ৩ বলে ৩ রান করে আউট হন। অফ সাইডে নাসুমের শর্ট লেন্থের বল দ্রুত খেলতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ান। ভাগ্য সহায় হয়নি তার, বল ব্যাট মিস আঘাত হানে স্টাম্পে। নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান নাসুম।
সিরিজ জুড়ে বাংলাদেশি বোলারদের মূর্তিমান আতঙ্ক বনে গেছেন মিচেল মার্শ। তাকেও আজ (সোমবার) দ্রুতই নিজের শিকারে পরিণত করেন নাসুম। নিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে লেগবিফোরের ফাঁদে ফেলে ৪ রানে থাকা মার্শকে আউট করেন তিনি।
এদিন ইনিংসের অষ্টম ওভারে নিজের প্রথম ওভার বল করতে আসেন সাকিব আল হাসান। এসেই বাজিমাত এই বাঁহাতি স্পিনারের। নিজের দ্বিতীয় বলে বোল্ড করেন ওয়েডকে। ২২ বল খেলে সমান ২২ রান করে সাজঘরে ফেরেন অজি দলপতি। পরে বল হাতে সফলতা পান মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাকডরমটকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান তিনি।
এই প্রতিবেদন লেখার সময় ১৩ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ৫৮ রান।
খুলনা গেজেট/কেএম